পর্যটন হলিডে কমপ্লেক্স, রাংগামাটি ইউনিটের ১৮০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম এর ৯০ টি গ্যালারী ফোল্ডিং চেয়ার মেরামত কাজ শেষে হস্তান্তর করা হয়েছে। চেয়ারগুলো গ্যালারীতে সাজিয়ে রাখা হয়েছে। মেরামত কাজ দেখে স্থানীয় অনেকে অডিটোরিয়াম ভাড়া নেয়ার জন্য যোগাযোগ করছেন এবং আগামী ১৩-১-২০২৩ এবং ২৭-১-২৩ তারিখ দুটি সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং রয়েছে। চেয়ারগুলোর গুলো অনেকটা " ডেড ষ্টোর হতে সোনার কেল্লায়" আগমনের মতোই হয়েছে। বাপক কর্তৃপক্ষের সদয় সিদ্ধান্তের প্রেক্ষিতে ১,৯৮,০০০/- ব্যয়ে কাজটি সম্পন্ন হয়। প্রকৃত পক্ষে চেয়ারগুলোর বর্তমান বাজার মূল্য কমপক্ষে প্রতিটি ৮,০০০/- টাকা বা ততোধিক। সম্মানিত পরিচালক ( প্রশাসন) মহোদয় এবং মহা ব্যবস্থাপ ( ডিএফ ও) মহোদয়গণের উৎসাহ ব্যাঞ্জক নির্দেশনায় মেরামতকারী প্রতিষ্ঠান খুঁজে বের করা, বিভিন্ন প্রকার মিস্ত্রির কাজের সমন্বয় করে কাজটি করা হয়। অডিটোরিয়ামটি ব্যবহারযোগ্য হয়েছে, একথা দৃঢ়তার বলা যাচ্ছে। জেলা পর্যায়ের বিভিন্ন ওয়েব সাইটে অডিটোরিয়াম ব্যবহার/ ভাড়া প্রদান সংক্রান্ত তথ্য প্রচার করার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা পরিষদ, রাংগামাটি হতে ৪ টি এয়ারকুলার স্থাপনের আশ্বাস প্রদান করা হয়েছে।