জেলা পরিষদ রাংগামাটি এর অর্থায়নে কমপ্লেক্সের নতুন চারতলা ভবনের পিছনে (১০ ফুট দুরে) আরসিসি রিটেনিং ওয়াল নির্মাণ কাজটি আরম্ভ হয়েছে। গত ২০১৭ সালে অতিবৃষ্টির ফলে ভুমি ধ্বসে ৩৫ ফুট গভীর হয়ে ভবনটি ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে। নানামুখী তৎপরতায় পার্বত্য জেলা পরিষদ রাংগামাটি হতে মোট এক কোটি এগার লক্ষ টাকা বরাদ্ধ করা হয়। বাপক পূর্ত বিভাগ হতে মহা ব্যবস্থাপক মহোদয়, পরিকল্পনা বিভাগের মহা ব্যবস্থাক মহোদয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে রিটেনিং ওয়ালের বিষয়টি উত্তাপন করেন এবং স্থানীয় ভাবে ইউনিট ব্যবস্থাপকের পক্ষ হতে জেলা পরিষদের বিভিন্ন সভায় রিটেনিং ওয়াল নির্মাণের বিষয় উত্তাপন করা হয়। একবার জেলা পরিষদের সভায় এনিয়ে চেয়ারম্যান মহোদয়ের তীব্র ক্ষোভের সম্মুখীন হতে হয়। আসলে, পূর্ত কাজের বাস্তবায়ন হতে দেখে খুব ভালো লাগছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস