Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দুটি জেনারেটর দিয়ে কমপ্লেক্সের নতুন ভবনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এখন বিদ্যুৎ চলেগেলেও অতিথিদের আর কোন সমস্যা হবেনা।
বিস্তারিত
বিদ্যুৎ বিভ্রাট,   ইউনিটে কর্মরত  ব্যবস্থাপকদের জন্য মূর্তিমান এক  আতঙ্কের নাম। সবেধন নীলমণি  জেনারেটর (৪৫ কেভি) যখন অকেজো হয়ে  পড়ে, তখন নিশ্বাস  বন্ধ  হওয়ার মতোই হয়।  গত  ৫ অক্টোবর ২০২২ তারিখে  রাংগামাটিতে তাই  হয়েছিল।  শারদীয় দূর্গা পূজা,শুক্র ও শনিবার ছুটি  এবং পবিত্র ঈদে মিলাদুনবীর  সরকারী  ছুটি  মিলিয়ে  ৫ দিনের  বন্ধে ইউনিটের সবাই  প্রস্তুতি  নিচ্ছি,  এ কয়েকদিন ভালোভাবে ব্যবসা করতে হবে, গতমাসের চাইতে অবশ্যই বেশী  আয় করতে হবে।  ইউনিটের ৮৮ কক্ষের মধ্যে  ৮০ টি কক্ষ  বুকিং আছে। এরমধ্যে  বিধি  বাম।  ৪ তারিখে বিদ্যুৎ এর  গ্রীড বিপর্যয়ে  ৬ ঘন্টা  বিদুৎ  নেই।  কয়েক  ঘন্টা  জেনারেটর  চালানোর পর  কিছু  সমস্যা  হচ্ছে দেখে মেকানিক কে খবর দেয়া হয়। এ  মেকানিকের মাধ্যমে  জেনারেটরটি দুই মাস আগে মেজর ওভার হোলিং করা হয়। মেকানিক নিজে  অসুস্থ  এবং ছুটির কারণে  সবাই  বাড়ি  চলে  গেছে  বলে জানালে, আমরা  যেকোনভাবে একজন  মেকানিক  পাঠাতে  অনুরোধ  করি। বিজয়াদশমীর দিনে অতিথি  আগমন বাড়ছে,  আনন্দের  পরিবর্তে আমার টেনশন  বাড়ছে,  মেকানিকের আশায় দুপুর  গড়িয়ে সন্ধ্যা  হয়। আশাছিল মেকানিকের উপস্থিতিতে কয়েকঘন্টা  জেনারেটর  চালানো সম্ভব  হলে, হোটেলের  সম্মান  রক্ষা  পাবে।  মরার উপর  খাঁড়ার ঘা হিসাবে  উপস্থিত  হয়, তুফান সহ  ঝড় বৃষ্টি।  তুফানের তোড়ে  বনরূপা এলাকায় ১১ হাজার  কেভি বিদ্যুতের খুটি  ধ্বসে পড়ে  জনবসতির   উপর।  এবার সমগ্র  রাংগামাটি  ৯ ঘন্টা  বিদুৎ  বিহীন  থাকে।  ফলে, সরকারি  বিদ্যুৎ  সেবা নিয়ে  আমাদের ব্যবসা চালানোর  ভরসাটা ফুটো বেলুনের  মতো হয়ে যায়। অতিথিদের ব্যাংগ বিদ্রুপ সহ্য করে,  মোমবাতি  সার্ভিস  দিতে থাকি।  কোন ব্যক্তিকে সহানুভূতিশীল মনে  হলেই  ক্যান্ডেল লাইটে নাইড উদযাপনের  কল্পিত কাহিনী  বলে, আবার তৃণ লতার মাঝে জোনাকির আলো দেখিয়ে বিদ্যুৎ বিহীন  সময়কে সৌভাগ্য  বর্ণনা  করে নিজেকে  প্রবোধ  দিতে থাকি। এরমধ্যে  রাত ৮ টায় মেকানিক  সাহেব এলেন, আমি  যথাসম্ভব কয়েক ঘন্টা  জেনারেটর চালানোর  অনুরোধ করি। মেকানিক  আমাকে  হতাশায় ডুবিয়ে  জানালেন, "এ অবস্থায়  জেনারেটর চালানো হলে আরো বেশী  ক্ষতির সম্ভাবনা রয়েছে। আগামী কাল ৬-১০-২২ তারিখে  আমি  জেনারেটর কার্যক্ষম  করে দেব"। ক্যান্ডেলের আলো এবং গুটি  কয়েক এনার্জি  সেভিং বাল্বের  উপর  ভরসা করে রেস্তোরাঁয় অতিথিদের ডিনার  পরিবেশনের ব্যবস্থা করলাম। চিন্তা করছি  ,  আরো চারদিন  ভালো বুকিং  আছে  কি করবো, বিদ্যুৎ  চালু করা না হলে!  কয়েকজন কর্মকর্তা / কর্মচারীর সাথে  আলাপ করলাম কি করা যায়?আমার মনে  হচ্ছে,  লিফট,  ফ্রিজ, ওভেন, অপ্রয়োজনীয়  লাইট বন্ধ  রাখলে অডিটোরিয়ামের জেনারেটরে  কাজ হতে পারে।  অনেক গুলো ওয়্যারিং পরিবর্তন করা লাগবে। এক্ষেত্রে কতো আকাশ পাতাল ভাবনা মাথায় এলো,  কোনটাই  কাজে লাগছে না। শুধু  মনে বাজতে  লাগলো সংস্থার সাবেক / প্রয়াত মহা ব্যবস্থাপক শ্রদ্ধেয় ক্যাপ্টেন আব্দুল হাই  স্যারের  একটি  কথা,  " ঘরে  হোক বা বাহিরে,  অপারেশনাল কাজে পরিবর্তক (Substitute)  অবশ্যই  যোগাড়  থাকতে  হবে"। পরিবর্তক হিসাবে ১ টি জেনারেটর (৩৫ কেভি)  রাংগামাটি  ইউনিটে  আছে, কয়েক মাস আাগে খাগড়াছড়ি মোটেল হতে  আনা  হয়েছে, অডিটোরিয়ামে ব্যবহারের জন্য। এই জেনারেটরটি খুবই ভালো,  কিন্তু  সমস্যা হলো  ২ টন ওজনের   যন্ত্রটি ২০০ গজ  পথ   পাড়ি  দিতে ১০,০০০/- টাকা ক্রেন চার্জ/ লেবার মজুরী এবং 4/40  6 RM  ক্যাবল দিয়ে  ওয়্যারিং করতে আরও  কমপক্ষে ১০,০০০/- টাকা খরচ হতে পারে। অবশেষে  রাত ২.৩০ টায় রাংগামাটিতে বিদ্যুৎ  সংযোগ  চালু  হয়। মানুষের  সাপ- সাপান্ত মাথায়  নিয়ে আমি খুব  ভোরে  অফিসে  হাজির হলাম, সিদ্ধান্ত  নিলাম ৩৫ কেভি জেনেরেটরটি নতুন ভবনের  কাছে  এনে আপাততঃ  রিসিপশন, রেস্তোরাঁ এবং কয়েকটি  ভি আই পি কক্ষে  কানেকশন অবশ্যই চালু করতে হবে।  কারণ ৬-১০-২০২২ তারিখে  রাংগামাটি  ভ্রমণ রত কয়েকজন  মাননীয় বিচারপতির একজন মোটেলে অবস্থান  করবেন। সবাই  কাজে  নেমে  পড়লাম।  ক্রেনের  খোঁজ  নিয়ে  জানাগেল, ক্রেনযুক্ত গাড়ি  রাংগামাটি  নেই,  ফর্কলিপ্ট এর মতো হেভী  ভার বহনে সক্ষম  হাতেটানা গাড়ি  যোগার করা হলো, আমাদের  ইলেক্ট্রিশিয়ান  সকাল হতেই বিদ্যুতের ওয়্যারিং পরিবর্তনে কাজ করতে  লাগলো। বিকাল ৫ টার মধ্যে  নতুন  জেনারেটর  সচল করা হলো। আমাদের  ব্যস্ততা দেখে  আগত মেকানিক  নতুন জেনারেটর  চালু করতে  লেগে গেল। বিভিন্ন পয়েন্টের তারের লোড গুলো মেকানিকই  ফিক্সড করে দিয়েছিল। ঐদিন  বিকাল ৫ টা পর্যন্ত  মেরামত কাজের  যন্ত্রাংশ মোটেলে পৌঁছেনি। নতুন জেনারেটর  দিয়ে  আশাতীত  ভাবে  ৫৯ টি কক্ষে  লাইট, ফ্যান চালানো  যাচ্ছে  দেখে  আমি  খুব  স্বস্তি  পেলাম। এ অবস্থায়  পুরাতন জেনারেটর  সময় নিয়ে  মেরামত করতে কোন অসুবিধা হবে না।  এর পরও  ৮-১০-২০২২ বিকাল পর্যন্ত  সময় লেগেছে,  পুরাতন  জেনারেটর  সচল করতে।  তাও ফ্রী  রান করতে  পারবে, লোড নিতে পারবেনা। এখন  আমি নিশ্চিন্ত, পরিবর্তক পেয়েছি  বলে। আরেকটি  নতুন জেনারেটর  চারতলা ভবনে  না আনা পর্যন্ত অডিটোরিয়ামের জেনারেটরটি চারতলা  ভবনে থাকবে।  তাই গত সপ্তাহে  বারান্দার ফেন্সিং গ্রীল কেটে নতুন জেনারেটর  চারতলা ভবনের সাথে  যুক্ত করা হয়েছে।


ডাউনলোড
প্রকাশের তারিখ
25/10/2022
আর্কাইভ তারিখ
25/10/2022